সেপ্টেম্বরে প্রবাসী আয়ে বড় ধস

| সোমবার , ২ অক্টোবর, ২০২৩ at ৪:২৮ পূর্বাহ্ণ

সাড়ে তিন বছরের মতো সময়ের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয় বা রেমিট্যান্স এলো সেপ্টেম্বরে। প্রবাসী আয় বাড়াতে নানামুখী পদক্ষেপ নেওয়া হলেও তা কাজে দিচ্ছে না। সেপ্টেম্বর মাসে দেশে এসেছে ১৩৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৪ হাজার ৭১২ কোটি টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে)। এর আগে ২০১৯২০২০ অর্থবছরের এপ্রিল মাসে ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার এসেছিল। আর মার্চে এসেছিল ১২৭ কোটি ৬২ লাখ ৬০ হাজার ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরের এ প্রতিবেদন প্রকাশ করে। খবর বাংলানিউজের।

প্রতিবেদনে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে সাত ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এর আগে জুলাইয়ে ১৯৭ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। আগস্টে এসেছিল ১৫৯ কোটি ৯৪ লাখ ডলার। জুন মাসে রেকর্ড ২১৯ কোটি ৯০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল দেশে। একক মাস হিসেবে যেটি ছিল প্রায় তিন বছরের মধ্যে সবচেয়ে বেশি।

পূর্ববর্তী নিবন্ধঘুড়িতে রঙিন সৈকতের আকাশ
পরবর্তী নিবন্ধগত দুই নির্বাচনের বিতর্কের চাপ আমাদের ওপর পড়েছে : সিইসি