সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়বেন জাপানের কিশিদা

| বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৮:৩৫ পূর্বাহ্ণ

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, আসছে সেপ্টেম্বর মাসে তিনি সরকার প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা হিসেবে তিনি পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন না বলেও জানিয়েছেন।

গতকাল টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে কিশিদা এসব কথা জানান। তিনি বলেন, সেপ্টেম্বরে আমার মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে যা কিছু করা সম্ভব সব করব আমি।

ঘোষণা অনুযায়ী পদত্যাগ করলে প্রধানমন্ত্রী হিসেবে কিশিদার তিন বছরের মেয়াদকালের অবসান ঘটবে। রয়টার্স জানিয়েছে, তার সরে যাওয়ার ঘোষণায় এলডিপি পার্টিতে নতুন দলীয় প্রধান ও এর ধারাবাহিকতায় বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির নেতা হওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। সেপ্টেম্বরে এলডিপির নতুন একজন নেতা নির্বাচিত হওয়ার পর কিশিদা (৬৭) সরে যাবেন। দুর্নীতির কেলেঙ্কারিতে এলডিপি পার্টির জড়িয়ে পড়া, বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয় ও ইয়েনের মান পড়ে যাওয়ার মতো কয়েকটি কারণে কিশিদার প্রতি জনসমর্থন তলানিতে নেমে গেছে।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনীয় ডুবুরিকে গ্রেপ্তার করতে পোল্যান্ডকে বলল জার্মানি
পরবর্তী নিবন্ধগ্রেপ্তার হাজারেরও বেশি