সেপ্টেম্বরে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৮:৪৪ পূর্বাহ্ণ

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার তথ্য জানিয়েছে নেপাল। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই খবর দিয়েছে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি সেরে নিতে বাংলাদেশের বিপক্ষে ৬ সেপ্টেম্বর প্রথম প্রীতি ম্যাচ খেলবে নেপাল। তিন দিন পর কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে দ্বিতীয় প্রীতি ম্যাচে। এএফসি এশিয়া কাপ বাছাইয়ে ‘এফ’ গ্রুপে মালয়েশিয়া, লাওস ও ভিয়েতনামের সঙ্গে আছে নেপাল। এ পর্যন্ত দুই ম্যাচ খেলেছে তারা এবং হেরেছে দুটিতেই।

পূর্ববর্তী নিবন্ধবন্দর পতেঙ্গা এলাকায় যানজট নিরসনে সভা
পরবর্তী নিবন্ধগভীর রাতে দেশে ফিরে সকালেই ভুটান গেলেন ঋতুপর্ণা-মনিকা