নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন, সন্দ্বীপের নৌপথে অনেক সমস্যা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খান যিনি সন্দ্বীপের সন্তান তার বিশেষ উদ্যোগে এ সমস্যাগুলোর সমাধানের কাজ চলছে। পুরোদমে এগিয়ে চলছে ফেরি চলাচলের কার্যক্রম। সেপ্টেম্বরে আসবে সারা বছর চলার উপযোগী নতুন ফেরি। এর আগে মার্চ পর্যন্ত চলবে পুরাতন যে ছয়টা ফেরি আছে সেখানকার একটা দিয়ে। তিনি আশা প্রকাশ করে বলেন, আগস্ট–সেপ্টেম্বরের মধ্যে নির্মাণাধীন নতুন ফেরিটা আসলে এটি সারা বছরই চলাচল করতে পারবে।
সন্দ্বীপে বিআইডব্লিউটিএর উন্মুক্ত নৌরুট ঘোষণা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সন্দ্বীপবাসীর সেবা সহজীকরণের লক্ষ্যে কুমিরা ও গুপ্তছড়া ঘাটসমূহের শুল্কায়ন, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এককভাবে সরাসরি বিআইডব্লিউটিএর অধীনে রেখে উন্মুক্ত নৌরুট কার্যক্রম উদ্বোধন করা হয় সন্দ্বীপের গুপ্তছড়া টার্মিনালে। বিআইডব্লিউটিএর আয়োজনে উদ্বোধনী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের অধিনায়ক কর্নেল এমরান ইসলাম ভূঁইয়া, চট্টগ্রাম জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মো. দিদারুল আলম, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইডব্লিউটিএর পরিচালক (বন্দর এ পরিবহন) এ কে এম আরিফ উদ্দিন।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন, উপদেষ্টা ফাওজুল কবির খানের উদ্যোগের কারণে সন্দ্বীপের নৌপরিবহন খাতে একটা গতি এসেছে। তিনি আরো বলেন, নৌ পারাপারে জন্য অপর পাড়ে একটা সিন্ডিকেট ছিল। সে সিন্ডিকেটটা আমরা আগেও ভাঙতে চেষ্টা করেছিলাম। তবে ভালো লিডারশিপের অভাবে আমরা সেটি ভাঙতে পারিনি। তবে এখন উপদেষ্টা মহোদয়ের কারণে বিআইডব্লিউটিএ ঘাটের দায়িত্ব নিতে পেরেছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সন্দ্বীপে সীমানা জটিলতা রয়েছে নোয়াখালীর সাথে। উড়িরচর ইউনিয়নে দীর্ঘদিন নির্বাচন হয় না। এগুলো সমাধানের উদ্যোগ নেয়া হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন শিকদার, বিএনপি চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি সালেহ নোমান, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনিরুল হুদা বাবন, সন্দ্বীপ মেরিন সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন ভূঁইয়া ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাইফুর রহমান খান।