জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের আসর নিয়মিত হয়ে থাকে। তবে গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল এনসিএল টি–টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে সেই টুর্নামেন্টে দারুণ উত্তেজনাকর সব ম্যাচ দেখা গেছে। ক্রিকেটারদেরও চাওয়া ছিল চলতি বছরেও মাঠে গড়াক এই টুর্নামেন্ট। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে এনসিএল টি–টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। যদিও এখনো তারিখ নিশ্চিত হয়নি। বিসিবির চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম মিনহাজুল আবেদিন নান্নু এমনটি জানিয়েছেন। গেল বছরের মতো এবারের আসরেও ৮টি বিভাগ থেকে ৮টি দল খেলবে। গেল বছর শুধু সিলেটে হলেও এবারের আসরে যুক্ত হচ্ছে ঢাকা এবং চট্টগ্রামের স্টেডিয়াম। এদিকে গেল বছরই এনসিএল টি–টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণির ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পায়। বিপিএলের আগে এই টুর্নামেন্ট ক্রিকেটারদের জন্য বেশ ভালো একটা রিহার্সালও বলা চলে। এনসিএলে ভালো করলেই দেশি ক্রিকেটারদের জন্য সুযোগ থাকবে বিপিএলে দল পাওয়ার ক্ষেত্রে।