সেপ্টেম্বরের ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি টাকা

| সোমবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৪ at ৪:৫৬ পূর্বাহ্ণ

চলতি সেপ্টেম্বর মাসের ১৪ দিন প্রবাসী আয় এলো ১১৬ কোটি ৭২ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৪ হাজার কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে)। যা আগের মাস আগস্ট ও আগের বছরের সেপ্টেম্বরের চেয়ে বেশি। তবে চলতি বছরের জুন মাসের চেয়ে কিছুটা কম। গতকাল রোববার এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। খবর বাংলানিউজের।

প্রবাসী আয় বৃদ্ধিতে সরকারের নানা উদ্যোগের ফলে চলতি বছরের মেজুন মাসে প্রবাসী আয় বৃদ্ধি পায়। গত জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় আসে ৮ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার। কিন্তু জুলাই মাসে প্রথমে কোটাবিরোধী আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলন শুরু হলে প্রবাসীরা সাথে সংহতি জানিয়ে রেমিট্যান্স পাঠানো কমিয়ে দেয়। ফলে জুলাই মাসে প্রতিদিন প্রবাসী আয় পাঠানো সর্বনিম্নে নামে। আগস্ট মাসে সরকারের পতন হলে প্রবাসী আয় আসা বৃদ্ধি পায়, প্রতিদিন প্রবাসী আয় পাঠায় ৭ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৬৬৬ মার্কিন ডলার। সেপ্টেম্বর সেই হার আরও খানিক বাড়ে। আগের অর্থবছরে সেপ্টেম্বর মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠায় ৪ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার ৩৩৩ মার্কিন ডলার।

পূর্ববর্তী নিবন্ধস্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে ছাত্র সমন্বয়কদের বৈঠক
পরবর্তী নিবন্ধএকাদশের শিক্ষার্থীদের নিবন্ধন শুরু, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত