সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে নাসুম

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

আইসিসির সেপ্টেম্বরের সেরা ক্রিকেটার হওয়ার লড়াইয়ে আছেন বাংলাদেশের তরুণ স্পিনার নাসুম আহমেদ। সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজে দুর্দান্ত বোলিং করেছিলেন নাসুম। চলতি বছর থেকে প্রতি মাসের সেরা ক্রিকেটার নির্বাচন করে আসছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। প্রথমে তিন জনের সংক্ষিপ্ত তালিকা নির্বাচন করা হয়। পরে আইসিসির নির্বাচক প্যানেল এবং ভক্তদের ভোটে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়। সেপ্টেম্বরের সংক্ষিপ্ত তালিকায় নাসুমের সঙ্গে আছেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জাসকারান মালহোত্রা ও নেপালের স্পিনার সন্দীপ লামিসানে।
সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের পাঁচ ম্যাচে আট উইকেট নিয়েছিলেন নাসুম। এর মধ্যে চতুর্থ ম্যাচে ১০ রানেই নিয়েছিলেন চার উইকেট।

পূর্ববর্তী নিবন্ধড্র করে প্রথম পয়েন্ট পেল মুক্তিযোদ্ধা-কোয়ালিটি
পরবর্তী নিবন্ধশেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু