চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস সেপাক টাকরো লিগে এ টানা ৪র্থ বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মুক্ত বিহঙ্গ। রানার্স আপ হয়েছে ইয়ং স্টার ব্লুজ। ৩য় স্থান অর্জন করে উল্লাস ক্লাব এবং ৪র্থ স্থান পায় বাকলিয়া একাদশ জুনিয়র। গতকাল খেলা শেষে বিকেলে সিজেকেএস এর সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সিজেকেএস সেপাক টাকরো কমিটির ভাইস চেয়ারম্যান সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো. সাইফুল্যা মুনিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, নাসির মিঞা, সেপাক টাকরো কমিটির ভাইস চেয়ারম্যান মো. লুৎফুল করিম সোহেল, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, আকতারুজ্জামান, মুজিবুর রহমান, প্রবীন কুমার ঘোষ, আনোয়ারুল ইসলাম, আবু জাহেদ, সৈয়দ নূর নবী লিটন, আবদুর রশিদ লোকমান, জাহেদ হোসেন, কাজী জসিম উদ্দীন, সেপাক টাকরো কমিটির যুগ্ম সম্পাদক এস এম গিয়াস উদ্দীন বাবর, সদস্য নিজাম উদ্দিন নিজু প্রমুখ।










