সম্প্রতি থাইল্যান্ড সফর করে আসা সেপাক টাকরো দলকে তাদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ট্র্যাকশ্যুট প্রদান করা হয়েছে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য নাসির মিয়া গতকাল দলের খেলোয়াড়দের হাতে এই ট্র্যাকশ্যুট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস সেপাক টাকরো সম্পাদক লুৎফুল করিম সোহেল, সিজেকেএস কাউন্সিলর সরোয়ার আলম চৌধুরী মনি, আলি হাসান রাজু। অতিথিবৃন্দ খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন সেপাক টাকরো এদেশে নতুন একটি খেলা। তবে খেলাটি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। আর ভালভাবে অনুশীলন করতে পারলে এই খেলাটি থেকে সাফল্য আসতে পারে। বিশেষ করে তরুনরা এখন এসব নতুন নতুন খেলাগুলোর দিকে আগ্রহী হয়ে উঠছে।