থাইল্যান্ডের নাখোন রাতচাসিমায় চলমান “৩৭তম কিংস কাপ সেপাকটাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে অংশ নেওয়া বাংলাদেশ নারী জাতীয় দলের একজন খেলোয়াড় এবং একজন কোচ চট্টগ্রামের ফটিকছড়ির। উপজেলার তৌহিদুল আনোয়ার হাই স্কুলের বিপিএড শিক্ষক রুবেল হাসান জাতীয় দলের সেপাক টাকরো মহিলা দলের প্রশিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন এবং এই স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী পূর্ণা বড়ুয়াও জাতীয় দলের খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে। তার বাড়ি ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি গ্রামে।
তৌহিদুল আনোয়ার হাই স্কুলের সভাপতি সুজাউদ্দীন জাফর এর সহযোগিতায় এবং নিবিড় তত্ত্বাবধানে সেপাকটাকরো মহিলা টিমের ৭ জন সদস্য গত ২ মাস যাবত স্কুল মাঠেই প্রশিক্ষণ গ্রহণ করে। পুরো টিমকে বিদায় জানানোর সময় ও তিনি উপস্থিত থেকে খেলোয়াড়দেরকে মানসিকভাবে শক্ত হওয়ার জন্য বিভিন্ন দিক–নির্দেশনা প্রদান করেছেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন রুবেল হাসান। আর সার্বিক তত্বাবধানে ছিলেন বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল। শিক্ষক–শিক্ষার্থীর এই আন্তর্জাতিক যাত্রা নিঃসন্দেহে তৌহিদুল আনোয়ার হাই স্কুল তথা দেশের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমরা আশাবাদী উনারা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম বৃদ্ধি করবে এবং দেশকে এগিয়ে নিবে।
বাংলাদেশের পক্ষে প্রশিক্ষক হিসেবে রুবেল হাসান এবং খেলোয়াড় হিসেবে পূর্ণা বড়ুয়া জাতীয় দলের প্রতিনিধিত্ব করায় উভয়কেই তৌহিদুল আনোয়ার হাই স্কুল এর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন এবং জাতীয় দলের জন্য শুভকামনা। এদিকে গতকাল টুর্নামেন্টের রেগু ইভেন্টে বাংলাদেশ নারী দল পাকিস্তানের বিপক্ষে জিতলেও হেরেছে ইরানের কাছে। তারপরও দলের ম্যানেজার লুৎফুল করিম সোহেল মনে করছেন এবারে টুর্নামেন্টে তার দল ভাল করবে।