সেপাক টাকরো কিংস কাপে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:২২ পূর্বাহ্ণ

থাইল্যান্ডে চলমান ৩৮তম আই এসটিএফ সেপাক টাকরো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ‘থাই কিংস কাপ’এর ডিভিশন১ ‘এ’ রেগু ইভেন্টে ২২ জুলাই দুটি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। পাশাপাশি জয়রথ অব্যাহত রেখেছে নারী দলও। পুরুষ দল দিনটির শুরুতে অস্ট্রেলিয়াকে ২১ সেটে হারিয়ে শুভ সূচনা করে। প্রথম সেটে ৬১৫ পয়েন্টে হারলেও পরের দুই সেটে ১৫৯ এবং ১৫১০ পয়েন্টে জয় তুলে নেয় তারা। এরপর দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে সরাসরি সেটে ১৫৮ ও ১৫৯ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তবে দিনের তৃতীয় ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপের বিপক্ষে ১২১৫ ও ৬১৫ পয়েন্টে হেরে যায় তারা।

অন্যদিকে, রেগু ইভেন্টে বাংলাদেশ নারী দলও দেখিয়েছে উজ্জ্বল পারফরম্যান্স। শ্রীলঙ্কার বিপক্ষে ১৫৮ ও ১৫১০ পয়েন্টে জয় তুলে নেয় মেয়েরা। তবে পরের ম্যাচে চাইনিজ তাইপের কাছে ১৫৯ ও ১৫৬ পয়েন্টে পরাজিত হয় তারা।

উল্লেখ্য, আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের (আইএসটিএফ) আয়োজনে বিশ্ব সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ ২০২৫ ও ৩৮তম থাই কিংস কাপ অনুষ্ঠিত হচ্ছে থাইল্যান্ডের সোংখলা প্রদেশের সেন্ট্রাল হাতাই শপিং সেন্টারের কনভেনশন হলে। ২০ থেকে ২৮ জুলাই পর্যন্ত চলা এই আসরে অংশ নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় সেপাক টাকরো দলগুলো। এবারের আসরে বাংলাদেশ পুরুষ ও নারী মিলে ২৬ সদস্যের একটি দল পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগরীর সামগ্রিক উন্নয়ন ভাবনা
পরবর্তী নিবন্ধ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে চায় কাতার