সেপাক টাকরো ওয়ার্ল্ড কাপ কুয়ালালামপুরে শুরু

| শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:৩৩ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার কুয়ালালামপুর তামু হোটেলের বলরুমে স্‌হানীয় সময় বিকেল চারটায় ইসতাফ সেপাক টাকরো ওয়াল্ড কাপ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন মালয়েশিয়ার মালাকা প্রদেশের গভর্নর ড.হাজী মোহাম্মদ আলী বিন মহত রোস্তম। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের সাধারণ সম্পাদক দাতু আবদুল হালিম বিন কাদের। শুভেচ্ছা বক্তব্য রাখেন দাতু মহত সুমালি বিন রেদোয়ান। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশসমূহের আমন্ত্রিত অতিথি, আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশন, এশিয়ান সেপাক টাকরো এসোসিয়েশন এবং সাউথ এশিয়ান সেপাক টাকরো এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বাংলাদেশে সেপাক টাকরো এসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানসীর, রশিদুজ্জামান সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মো: ফারুক ঢালী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুল করিম সোহেল, নির্বাহী সদস্য মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী মনি উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মালয়েশিয়া এবং অংশগ্রহণকারী দেশসমূহের ঐতিহ্য তুলে ধরে সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গতকাল থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর টিটিওয়াংশা স্টেডিয়ামে ইসতাফ সেপাক টাকরো ওয়াল্ড কাপ এর মূল খেলা অনুষ্ঠিত হবে। এতে প্রিমিয়ার ডিভিশনে মালয়েশিয়া, মায়ানমার, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, জাপান, সিংগাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ইন্ডিয়া, চায়না এবং ফিলিপিন। বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে ডিভিশন ১ এ। ডিভিশন ১ এ বাংলাদেশ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করবে শ্রীলঙ্কা, সোদি আরবিয়া, পাকিস্তান, ইরান, নেপাল, জার্মানি, ফ্রান্স এবং চাইনিজ তাইফি। গতকাল প্রথম দিনে বাংলাদেশ রেগু ইভেন্টে চাইনিজ তাইফি ও পাকিস্তানের সাথে এবং ডাবল ইভেন্টে শ্রীলঙ্কার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

পূর্ববর্তী নিবন্ধশেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট অক্টোবরে
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র এবং ভারত