অলিম্পিক গেমসের উদ্বোধনের আগে সেন নদীর পানি দুষনমুক্ত প্রমান করতে নিজেই পানিতে নেমে সাঁতার কেটেছিলেন প্যারিসের মেয়র। কিন্তু বাস্তবতা দেখা গেল ভিন্ন। সেন নদীর পানির দূষণের পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি হওয়ায় অলিম্পিকের ছেলেদের ট্রায়াথলন ইভেন্ট স্থগিত করা হয়েছে। প্যারিস অলিম্পিক ও ওয়ার্ল্ড ট্রায়াথলন গতকাল মঙ্গলবার যৌথ এক বিবৃতিতে এই ঘোষণা দেয়। অলিম্পিকের আয়োজকদের জন্য এটি নিশ্চিতভাবেই বড় এক ধাক্কা। অ্যাথলেটরাও পড়ে গেলেন অনিশ্চয়তায়। সাঁতার, সাইক্লিং ও েৌড়–এই তিনটির লড়াই মিলে হয় ট্রায়াথলন। বিভিন্ন প্রতিযোগিতায় দূরত্ব থাকে ভিন্ন। অলিম্পিকের ট্রায়াথলনে সাঁতার থাকে দেড় কিলোমিটার। এরপর ৪০ কিলোমিটার সাইক্লিং এবং ১০ কিলোমিটার থাকে দৌড়। গত শুক্র ও শনিবার প্যারিসে প্রবল বৃষ্টিপাতের কারণে সেন নদীর পানি নোংরা হয়েছে বলে জানায় আয়োজকরা। গতকাল মঙ্গলবার সকালে তারা বিবৃতিতে জানায় গত কয়েক ঘণ্টায় পানির মানের উন্নতি হলেও সাঁতারের পথের কোনো কোনো জায়গার দূষণের মাত্রা এখনও গ্রহণযোগ্য সীমায় নেই। প্যারিস ২০২৪ ও ওয়ার্ল্ড ট্রায়াথলন জোর দিয়ে পুনরাবৃত্তি করছে যে, অ্যাথলেটদের স্বাস্থ্যই আমাদের কাছে সর্বোচ্চ প্রাধান্য পাবে।
বিবৃতিতে জানানো হয়, পানির দূষণের মাত্রা কমলে আজ বুধবার সকাল পৌনে ১১টায় লড়াই শুরু হবে। এর আগে সকাল ৮টায় আছে মেয়েদের ট্রায়াথলন। বুধবারও পানির অবস্থার উন্নতি না হলে ছেলে ও মেয়েদের দুটি ইভেন্টই চলে যাবে শুক্রবারে। আকস্মিক কোনো কিছুর জন্য যে দিনটিকে রিজার্ভ রাখা হয়েছে। শুক্রবারও যদি পানি দূষিত থাকে, তাহলে সাঁতার পুরোপুরিই বাদ দিয়ে সাইক্লিং ও দৌড় থেকেই বিজয়ী নির্ধারিত হবে। আগামী সোমবার মিক্সড ট্রায়াথলন ইভেন্টের সাঁতারও হওয়ার কথা এখানে। সেটির জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে পরদিন। সেন নদীর দূষণ নিয়ে আলোচনা হয়ে আসছে অনেক আগে থেকেই। প্যারিস অলিম্পিকসের জন্য নদীর বর্জ্য জল পরিকাঠামোর পেছনে ১৪০ কোটি ইউরো খরচ করা হয়েছে। প্যারিসের মেয়র ৬৫ বছর বয়সী আন ইদালগো নিজে এখানে সাঁতার কেটে সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তবে শঙ্কাটা ছিলই। বিশেষ করে, ট্রায়াথলনের দিনে পানি কতটা উপযুক্ত থাকবে, সেই অনিশ্চয়তা সবসময়ই ছিল। কারণ পানির দূষনের মাত্রা একেক দিনে থাকে একেকরকম। বৃষ্টি হলে নদীর পানিতে সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার ঘনত্বও প্রবলভাবে বাড়ে।