নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘হাওয়া’ ও নির্মাতা রায়হান রাফির ‘পরাণ’ চলচ্চিত্রকে মুক্তির অনুমতি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের উপ-পরিচালক মো. মমিনুল হক জানান, চলতি সপ্তাহে চলচ্চিত্র দুটির প্রযোজককে সেন্সর সনদ দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
এর মধ্যে ‘পরাণ’ ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনার কথা জানালেন পরিচালক রায়হান রাফি। ত্রিভুজ প্রেমের গল্পের এ ছবিতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান ও শরিফুল রাজ। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যকার শাহ্জাহান সৌরভের সঙ্গে যৌথভাবে ছবির চিত্রনাট্যও লিখেছেন রাফি।
‘হাওয়া’ ঈদে মুক্তি না পেলেও শিগগিরই মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। মেজবাউর রহমান সুমনের কাহিনী ও সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ন সাহেদ ধীমান ও জাহিন ফারুক আমিন। চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল ইসলাম রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।