চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেন্ট মেরীস স্কুলের ২০২৫ শিক্ষাবর্ষে নার্সারি ও কেজি শ্রেণীতে ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ প্রায় এক যুগ পর নার্সারি পুনরায় চালু করা হয়েছে। এই শিক্ষাবর্ষে শুধুমাত্র দিবা বিভাগে ভর্তি করা হবে।
কেজি শ্রেণীতে বরাবরের মতো প্রাতঃ ও দিবা বিভাগে নির্দিষ্ট আসনে ভর্তি করা হবে। স্কুলের প্রধান শিক্ষিকা সিস্টার মেরী সঙ্গীতা জানিয়েছেন প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিভাবকবৃন্দ উপস্থিত হয়ে অফিস থেকে নার্সারি ও কেজি শ্রেণীর ভর্তি ফরম আগামী ৯ নভেম্বর পর্যন্ত সংগ্রহ করতে পারবেন। ভর্তি ফরম জমাদান কালে শিক্ষার্থীর ছবি ও জন্ম নিবন্ধন সঙ্গে প্রদান করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।