সেন্ট প্লাসিডস্‌ স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

| শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৬:৫১ পূর্বাহ্ণ

সেন্ট প্ল্যাসিডস্‌ স্কুল অ্যান্ড কলেজে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আইসিটি কুইজ ও প্রোগ্রামিং প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন আর্চ ডায়োসিসের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার স্যামুয়েল সবুজ বালা সিএসসির সভাপতিত্বে আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ব্রাদার সনেট ফ্রান্সিস রোজারিও সিএসসি। অনুষ্ঠানে মহামান্য আর্চবিশপ তাঁর বক্তব্যে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের গবেষণাধর্মী বিভিন্ন কাজে আরো বেশি নিজেদের সম্পৃক্ততা বৃদ্ধি করার জন্য আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুনের কবলে নিঃস্ব ৪ পরিবার
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে রিসার্চ রাইটিং ওয়ার্কশপ শীর্ষক কর্মশালা