সেন্ট্রাল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চকরিয়া শাখার বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকার মোহাম্মদ নুরুল মোমেন।
খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. রুহুল আমিন।
বক্তব্য দেন, চট্টগ্রাম মহানগরীর সেন্ট্রাল পাবলিক কলেজের অধ্যক্ষ চৌধুরী মো. মহিউদ্দিন মন্নান, উপাধ্যক্ষ মুহাম্মদ নাজিম উদ্দিন, মমতাজ উদ্দিন, মোহাম্মদ মোকাদ্দেস, শামসুল হক প্রমুখ।
বক্তারা অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে ভালো ফলাফল অর্জন করে নিজেকে আলোকিত মানুষ হিসেবে তৈরি করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।