সেন্টমার্টিন রক্ষায় সরকারের সুনির্ধারিত পরিকল্পনা রয়েছে

টেকনাফ বন্দর পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩৭ পূর্বাহ্ণ

পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে দেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনকে পর্যটকদের আরো আর্কষণীয় করে তোলা হবে। সেন্টমার্টিন রক্ষায় পরিকল্পনা রয়েছে সরকারের। পরিকল্পানায় শুধু সেন্টমার্টিন নয়, কক্সবাজারে অর্থনৈতিক অঞ্চলসহ অনেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই উন্নয়নে মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে। গতকাল সোমবার দুপুরে কক্সবাজারের টেকনাফ স্থল বন্দর পরিদর্শন শেষে এ কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এর আগে তিনি টেকনাফ বন্দর ঘুরে দেখেন এবং সেখানে একটি সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জালাল উদ্দিন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৫ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপদ্মা সেতুকে ঘিরে টেলিছবি