সেন্টমার্টিন যাতায়াতে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আনা রিট খারিজ

| বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:১২ পূর্বাহ্ণ

পরিবেশ রক্ষায় সেন্টমার্টিন দ্বীপে যাতায়াত ও ভ্রমণে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ আদেশের বিষয়টি জানান।

এর আগে ১৮ অক্টোবর পরিবেশ সচিবের কাছে সেন্টমার্টিন দ্বীপে যাতায়াতে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আবেদন করেন ওই এলাকার বাসিন্দা আব্দুল মালেক। খবর বাসসের।

গত ২৮ অক্টোবর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব আসমা শাহীন স্বাক্ষরিত এক স্মারকে সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের দূষণ নিয়ন্ত্রণে সরকারের পাঁচটি সিদ্ধান্ত কার্যকর করতে কঙবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়। পরে ১৮ নভেম্বর মন্ত্রণালয়ের সচিব বরাবর ২৮ অক্টোবরের নির্দেশনা প্রত্যাহার চেয়ে আবেদন দেন আবদুল মালেক।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ কোরিয়ায় হঠাৎ সামরিক আইন জারি
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া, যুবককে পুলিশে দিল এলাকাবাসী