সেন্টমার্টিন থেকে ফেরার পথে পর্যটকবাহী জাহাজ আটকা

তিনঘন্টা পর উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৩ পূর্বাহ্ণ

সেন্টমার্টিন থেকে কক্সবাজারে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে টেকনাফে পয়েন্টে সাগরে আটকা পড়ে পর্যটকবাহী জাহাজ এমভি গ্রিন লাইন। জাহাজটিতে ৭১ জন পর্যটক ছিলো। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে টেকনাফের বাহারছড়া এলাকায় পৌঁছালে বৈদ্যুতিক শর্টসার্কিটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি যৌথ উদ্ধার কার্যক্রম চালিয়ে তিন ঘণ্টা পর রাত ১০টার দিকে পর্যটাদের উদ্ধার করতে সক্ষম হন। জাহাজটি সেন্টমার্টিন থেকে কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাটে আসছিলো। গ্রিন লাইনের কক্সবাজারের ব্যবস্থাপক মোহাম্মদ সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেন্টমার্টিন থেকে যাত্রা শুরু করে জাহাজটি টেকনাফের বাহারছড়া এলাকায় পৌঁছালে বৈদ্যুতিক শর্টসার্কিটে হঠাৎ জেনারেটর বন্ধ হয়ে যায়। ফলে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। তখনো কক্সবাজার পৌঁছাতে দরকার ৪৫ ঘণ্টা। এমতাবস্থায় রাতের আঁধারে পর্যটকদের নিরাপত্তা বিবেচনা করে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় জাহাজটি নোঙর করে। তিনি জানান, জাহাজ আটকে পড়ায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা কান্নাকাটি শুরু করেন। তবে জাহাজ কর্তৃপক্ষ অভয় দিলে কিছু শান্ত থাকে তারা। কারণ এতে আতঙ্কের পরিস্থিতি ছিলো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান উদ্দিন বলেন, খবর পাওয়ার সাথে সাথে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে কোস্টগার্ড, নৌবাহনী ও বিজিবির সদস্যদরা ঘটনাস্থলে যায়। তারা তিনঘন্টা চেষ্টা করে আটকে পর্যটকদের উদ্ধার করে দুটি বাস দিয়ে কক্সবাজার শহরে যাওয়ার ব্যবস্থা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধতৈলারদ্বীপ সেতুতে আবারো টোল নেয়ার উদ্যোগ
পরবর্তী নিবন্ধযেভাবে গুজব ছড়ানো হয়েছে সেভাবে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি : বিজন সরকার