সেন্টমার্টিনে অবৈধ ৯টি রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এ ছাড়া সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখল করে গড়ে তোলা ১০টি অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। গ
ত ১৯ জানুয়ারি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপের সমুদ্র সৈকত ও বিভিন্নস্থানে এই অভিযান পরিচালনা করা হয়। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) হওয়ায় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সেন্টমার্টিনে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আজহারুল ইসলাম।
জানা যায়, সেন্টমার্টিনে অবৈধভাবে নির্মাণাধীন রিসোর্টগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্র্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান। সাথে ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। এ অভিযানে ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মীরাও অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে নির্মাণাধীন ৯ টি রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেন। এ সময় কিছু কিছু স্থাপনা আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি সৈকত দখল করে অবৈধভাবে গড়ে তোলা ১০টি বিভিন্ন অস্থায়ী দোকানের স্থাপনা উচ্ছেদ করা হয়।
পরে সেন্টমার্টিন সৈকতে মোটর সাইকেল না চালানো, কেয়া গাছের ক্ষতি না করা, সৈকত পরিষ্কার–পরিচ্ছন্ন রাখা, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এসব বিষয়ে দ্বীপে ভ্রমণে আসা পর্যটকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।











