সেন্টমার্টিনে ২ কেজি আইস ও বিদেশি মদ উদ্ধার

৭ মাদক কারবারি আটক

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

সেন্টমার্টিনে অভিযান পরিচালনা করে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় ৭ জন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এই অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি বলেন, টেকনাফের সেন্টমার্টিনে ছেঁড়াদ্বীপ সংলগ্ন অদূরবর্তী সাগরে মিয়ানমার দিক থেকে আসা একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হয় কোস্টগার্ড সদস্যদের। এ সময় তারা নৌকার চালককে থামার জন্য নির্দেশ দেন। কিন্তু পাচারকারীরা নৌকা না থামিয়ে দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া করে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি জব্দ করে। এ সময় নৌকায় তল্লাশি করে ২ কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ উদ্ধার এবং সাত পাচারকারীকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবর্তক মোড় থেকে যুবকের লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধনগরে বিভিন্ন মন্দির পাহারায় যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ