সেন্টমার্টিনে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিচালনার দায়িত্বে মা ও শিশু হাসপাতাল

| শুক্রবার , ৫ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৮ পূর্বাহ্ণ

সেন্টমার্টিন দ্বীপের একমাত্র ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি পরিচালনার দায়িত্ব নিয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ। গত ১১ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষের এ ব্যাপারে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারক অনুযায়ী গত ১ ডিসেম্বর থেকে আগামী ১ বছর হাসপাতালটি মা ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ পরিচালনা করবে। এ উপলক্ষে গত ১ ডিসেম্বর হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ট্রেজারার ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ ও হাসপাতালের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইনের নেতৃত্বে একটি টিম হাসপাতাল পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। সেখানে চিকিৎসা সেবা কার্যক্রম চালু করেন। প্রাথমিকভাবে ঐ হাসপাতালে ২ জন ডাক্তার, ২ জন নার্স, ২ জন স্যাকমো ও ৬ জন অন্যান্য স্টাফসহ মোট ১২ জন স্টাফ নিয়োগ দেয়া হয়। হাসপাতালটি সরকারের উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা, টেকনাফের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবাংলাদেশে সকল সমপ্রদায়ের লোক সমান অধিকার ভোগ করবে