সেন্টমার্টিনে ২০০ শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে কোস্ট গার্ড

| রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৫:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) গতকাল কক্সবাজার জেলার সেন্টমার্টিন দ্বীপে ২০০ সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে। চিকিৎসা প্রদানের লক্ষ্যে কক্সবাজারটেকনাফ প্রান্ত থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তরপূর্ব অংশে দ্বীপে মনসুল আলী জাহাজে কোস্টগার্ড একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। খবর বাসসের। বাহিনী সদর দফতরের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তাকী জানান, গতকাল সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ডের চিকিৎসক ও চিকিৎসা সহকারীগণ ২০০ সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে। সার্জন লেফটেন্যান্ট কমান্ডার জাকির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসৃজনশীল প্রতিযোগিতা শিশুদের মেধাবিকাশে সহায়ক
পরবর্তী নিবন্ধজাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইসিএসসি সদস্য নির্বাচিত