কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সৈকতে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে দ্বীপের কোনার পাড়া সংলগ্ন সৈকতে ভেসে আসা মৃতদেহটির দাফন সম্পন্ন করা হলেও মৃতদেহটির গলাকাটা এবং শরীরের বেশিরভাগ অংশ গলিত ছিল।
এ বিষয়টি নিশ্চিত করে কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশন কর্মকর্তা লে. কমান্ডার রেদোয়ান-উল ইসলাম বলেন, “দ্বীপে ভেসে আসা মৃতদেহটির অধিকাংশ গলিত এবং মাথাবিহীন ছিল। তাই পরিচয় শনাক্ত করার কোনো উপায় ছিল না। পরে মৃতদেহটি উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় দ্বীপের কবরস্থানে দাফন করা হয়েছে।”
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, শুক্রবার বিকালে সৈকতে একটি গলিত মৃতদেহ ভেসে আসে। ঐ মৃতদেহের মাথা ছিল না। পরে খবর পেয়ে কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে এবং দাফন সম্পন্ন করা হয়েছে।