সেন্টমার্টিন দ্বীপে পর্যটক ভ্রমণে বিধি–নিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপনে অনুমতির দাবিতে কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দ্বীপের বাসিন্দারা। গতকাল সকাল সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তাদের অবরোধ চলে। এতে কলাতলীর উভয় পাশের সড়ক ও মেরিনড্রাইভ সড়কে যান চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায়। এসময় স্কুলগামী শিশু, হাসপাতালগামী রোগীসহ শহরের হাজার হাজার বাসিন্দা ও পর্যটক চরম দুর্ভোগে পড়েন। পাঁচ ঘণ্টা পর জেলা প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন সাময়িক স্থগিত করে সড়ক থেকে সরে যায়। এতে শহরে যান চলাচল স্বাভাবিক হয়।
সেন্টমার্টিনের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, পর্যটক যেতে না পারলে সেন্টমার্টিনের মানুষ না খেয়ে মরবে।
এদিন দুপুর সাড়ে ১২ থেকে ৫ ঘন্টা বিক্ষোভ করেছেন দ্বীপের বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা। এতে কক্সবাজার শহরের হোটেল–মোটেল জোনের প্রায় ২ কিলোমিটার, টার্মিনাল সড়ক পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার এবং মেরিনড্রাইভ সড়কে ২ কিলোমিটার পর্যন্ত সড়কে যানবাহনের সারি লেগে যায়। সাধারণ পথচারী ছাড়াও হাসপাতালমুখী রোগী, স্কুল–কলেজগামী শিক্ষার্থী এবং জরুরী প্রয়োজনে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গমনকারী লোকজন চরম ভোগান্তিতে পড়ে।