সেন্টমার্টিনে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

| বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করে আসছে। এর ধারাবাহিকতায় গতকাল বুধবার কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিনের সার্বিক ব্যবস্থাপনায় সেন্টমার্টিন দ্বীপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দ্বীপের কয়েকশ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ সকল ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। সমপ্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের করণে ভারী বর্ষণে সেন্টমার্টিনসহ দেশের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়। এতে দ্বীপের জনমানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়। ফলে বেশ কিছু পরিবারের দৈনন্দিন আয় বন্ধ হয়ে যায় এবং খাদ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিসের সংকট দেখা দেয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন অসহায় পরিবারগুলোর মাঝে বিনামূল্যে ত্রাণ সহায়তা প্রদান করে। বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্বের সুরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্দশা প্রশমনে কাজ করে থাকে। ভবিষ্যতেও নৌবাহিনীর এরূপ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটিতে ‘জুলাই জাগরণী’ শীর্ষক দেয়াল পত্রিকা উন্মোচন
পরবর্তী নিবন্ধনিখোঁজের ১৬ দিন পর টিলায় মিলল বৃদ্ধের মরদেহ