সেন্টমার্টিনে আটকে পড়া ৪শ পর্যটক ফিরছে আজ

টেকনাফ প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৫:৩৩ পূর্বাহ্ণ

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকে পড়া চার শতাধিক পর্যটক আজ বিকেলে ফিরে আসছেন। গত বুধবার দ্বীপ ভ্রমণে গিয়ে তারা আটকে পড়েন। অন্যদিকে নৌ চলাচল বন্ধ থাকায় টেকনাফে আটকে পড়ে দ্বীপের অন্তত দেড়শ মানুষ।
পর্যটকবাহী কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের কক্সবাজার ব্যবস্থাপক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে। ফেরার পথে দ্বীপে আটকে পড়া পর্যটকদের নিয়ে আসা হবে।
কক্সবাজার আবহাওয়া কার্যালয় বলছে, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় কক্সবাজার উপকূলে দেওয়া ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। নাফ নদী ও সমুদ্র শান্ত আছে। ফলে মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল করতে পারবে।
সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তারেক মাহমুদ বলেন, আটকে পড়া পর্যটকদের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখা হচ্ছে। তারা নিরাপদে আছেন। তবে এখন পর্যন্ত পর্যটকদের কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধদশ মাসে ১০ বারের বেশি ভূমিকম্প
পরবর্তী নিবন্ধলবণ মাঠে ৫০ হাজার ইয়াবা