সেন্টমার্টিনের সাবেক ইউপি মেম্বারকে ৭ বছরের কারাদণ্ড

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২ আগস্ট, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

ইয়াবা মামলায় সেন্টমার্টিন ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রবকে ৭ বছররের সশ্রম কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। তিনি সেন্টমার্টিন ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার আব্দুল হকের ছেলে।

গতকাল দুপুরে কক্সবাজার দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেন এই রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট ফরিদুল আলম। জানা যায়, ২০১৮ সালের ১৫ মার্চ সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে ইয়াবা বিক্রির সংবাদ পেয়ে কোস্ট গার্ড অভিযান পরিচালনা করে ২ লাখ ৯৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে। ঘটনাস্থল থেকে আব্দুর রব পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার পরের দিন কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের পেটি অফিসার (মেডিকেল) আব্দুল মালেক বাদী হয়ে সেন্টমার্টিন ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রবকে আসামি করে টেকনাফ থানায় একটি মাদক মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আসামি আব্দুর রব এই মামলায় শুরু থেকেই পলাতক ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাওল হার্ট সেন্টারে ফ্রি চিকিৎসা পরামর্শ
পরবর্তী নিবন্ধলক্ষ্য নতুন উদ্যোক্তা সৃষ্টি