কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের সি প্রবাল রিসোর্ট থেকে মজিবুর রহমান নামে এক ইউপি চেয়ারম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
মজিবুর রহমান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, “অচেতন অবস্থায় মজিবুর রহমানকে সি প্রবাল রিসোর্ট থেকে উদ্ধার করে সেন্টমার্টিন হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।”
সি প্রবাল রিসোর্টের ম্যানেজার সেলিম হায়দার বলেন, “দুইদিন ধরে পরিবারসহ সেন্টমার্টিনে অবস্থান করছিলেন তারা। দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মজিবুর। পরে তাকে সেন্টমার্টিন হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ বলেন, “সি প্রবাল রিসোর্ট থেকে মজিবুর রহমান নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চন্দনাইশের কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান।”