আওয়ামী লীগের শাসনামলে গুম–খুনসহ মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় কারাগারে পাঠানো সেনা কর্মকর্তাদের নির্দোষ দাবি করেছেন তাদের আইনজীবী। গতকাল বুধবার হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে হাজির করার পর তাদের কারাগারে পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শুনানি শেষে আসামিদের আইনজীবী এম সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা আত্মসমর্পণ করেছেন। তারা বিচারের মুখোমুখি হতে চান। তারা এই অপরাধ সংঘটিত করেন নাই। এখানে একজন অ্যাপ্রুভার রাজসাক্ষী, তিনি বলেছেন, যা কিছু হয়েছে সব আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার নির্দেশে হয়েছে। তাদের এই ঘটনার ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। যেহেতু তাদের নাম এখানে এসেছে, চার্জ দাখিল করা হয়েছে; তারা এই ট্রায়াল ফেইস করে জনগণের সামনে দেখাবে যে তারা কতটুকু অপরাধ করেছে, করেছে কি করে নাই। তাদেরকে সাব–জেলে নেওয়া হবে বলে আমরা জেনেছি। খবর বিডিনিউজের।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল–১ গতকাল সকালে সেনা কর্মকর্তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদেশের পর ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুটি মামলায় আজ ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।