সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে বিভিন্ন কলেজের একাদশ শ্রেণীর ৪১৩ জন শিক্ষার্থী পেলো বই। গতকাল শনিবার বান্দরবান সেনা রিজিয়ন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বান্দরবানের ৬৯ সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এসময় সদর জোন কমান্ডার লে. কর্নেল মাহমুদুল হাসান, সেনা রিজিয়নের কর্মকর্তা মেজর শায়েখ উজ জামান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, পার্বত্যঞ্চলে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থার পাশপাশি পাহাড়ের জনগোষ্ঠীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে পাঠশালা কার্যক্রম শুরু করে সেনাবাহিনী। সেনা ক্যাম্পগুলোর মাধ্যমে পরিচালিত পাঠশালাগুলো সরকারি– বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে। তারই ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সেনাবাহিনী ১১টি জনগোষ্ঠীসহ ১৪ টি সমপ্রদায়ের শিক্ষার্থীদের একাদশ শ্রেণীর বই দেয়া হলো। এই অঞ্চলে শিক্ষার উন্নয়নে সেনাবাহিনী সবসময় পাশে থাকবে শিক্ষার্থীদের। স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা পাশাপাশি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে পার্বত্য জনপদে কাজ করবে সেনাবাহিনী। তিনি বলেন, শিক্ষা কখনো জাতিধর্ম বর্ন ভেদাভেদ তৈরি করতে পারেনা।