সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

বান্দরবান প্রতিনিধি | শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৪:১০ পূর্বাহ্ণ

সেনাবাহিনীর উদ্যোগে বান্দরবানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বৃস্পতিবার বান্দরবান সেনাজোনের উদ্যোগে মেঘদূত ক্যান্টিন চত্বরে পৌরসভার ৯ টি ওয়ার্ডে গরীব ও অসহায় শীতার্ত ৪৫০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বান্দরবান সেনা জোনের উপঅধিনায়ক মেজর এএস এম মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে বান্দরবান জোনের সেনাকর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপঅধিনায়ক মেজর এ এস এম মাহমুদুল হাসান বলেন, গরীব শীতার্ত মানুষদের সহযোগিতায় সকলের এগিয়ে আসা উচিত। পাহাড়ে শীতে কষ্ট পাওয়া মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে সেনবাহিনী। সমপ্রীতির বান্দরবানে সবাই মিলেমিশে একত্রে চলতে চাই। সেনা জোনের পক্ষ হতে এ ধরনের মহতি কর্মকান্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী জনসাধারণের আর্থসামাজিক উন্নয়ন, খাদ্য সমস্যা, মহামারি আকারে ছড়িয়ে পড়া বিভিন্ন রোগে আক্রান্ত স্থানীয় ব্যক্তিদের চিকিৎসা সেবা, দরিদ্র ব্যক্তিদের আর্থিক অনুদান প্রদান করে স্বাবলম্বী হতে সহযোগিতা করা, দরিদ্র শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই বিতরণ করা, দুর্গম এলাকায় পানির সমস্যায় জর্জরিত স্থানীয়দের কষ্ট লাঘবে সুপেয় পানির ব্যাবস্থা করে আসছে।

পূর্ববর্তী নিবন্ধপাচারের জন্য মজুদ রাখা ৮০ ঘনফুট গোলকাঠ জব্দ
পরবর্তী নিবন্ধএতিম ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসুন