উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে প্রায় ১৪ লাখ তরুণ সেনাবাহিনীতে যোগ দেওয়ার অথবা ফিরে আসার আবেদন করেছে। ড্রোনের অনুপ্রবেশ নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে এমনটি ঘটেছে বলে গতকাল বুধবার জানিয়েছে তারা। ওই ড্রোন অনুপ্রবেশের জন্য সিউলকে দায়ী করে এ ঘটনায় সৃষ্ট উত্তেজনা যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তারা। খবর বিডিনিউজের।
গত সপ্তাহে পিয়ংইয়ংয়ের আকাশে ড্রোন পাঠিয়ে সেটি দিয়ে বিপুল সংখ্যক উত্তর বিরোধী লিফলেট ছড়ানোর জন্য সিউলকে দায়ী করেছে উত্তর কোরিয়া। এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া আন্তঃকোরিয়া সড়ক এবং রেললাইনের একাংশ উড়িয়ে দেয় আর সিউলকে কড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার করে। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, যারা সেনাবাহিনীতে যোগ দিতে পিটিশনে স্বাক্ষর করেছে তাদের মধ্যে শিক্ষার্থী ও ইয়ুথ লীগের কর্মকর্তারাও আছেন। তারা সবাই বিপ্লবের অস্ত্র দিয়ে শত্রুকে ধ্বংস করার পবিত্র যুদ্ধে লড়তে দৃঢ়প্রতিজ্ঞ।