সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেনা সদস্যদের দেশের প্রতি অনুগত থাকারও আহ্বান জানান তিনি। সংবাদ মাধ্যম সিএনএন জানায়, মঙ্গলবার গুয়াংডংয়ে পিপলস লিবারেশন আর্মির মেরিন কোরের ঘাঁটি পরিদর্শনকালে চীনের প্রেসিডেন্ট দেশের সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। সেনা সদস্যদের উদ্দেশে শি জিনপিং বলেন, আপনারা অত্যন্ত সতর্ক থাকুন। নিজের দেশের প্রতি অনুগত ও বিশ্বস্ত থাকুন। নিজের শক্তি ও বুদ্ধি লড়াইয়ের জন্য প্রস্তুত করুন। লাদাখ নিয়ে ভারতের সঙ্গে সংঘাত চলছে চীনের। সপ্তম সামরিক বৈঠকেও সংকটের সমাধান হয়নি। বিশ্লেষকরা মনে করছেন, সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন চীনা প্রেসিডেন্ট। অন্যদিকে, তাইওয়ান ও চীনের মধ্যে ক্রমেই বাড়ছে যুদ্ধের সম্ভাবনা। বার বার তাইওয়ান দখল করার হুমকি দিচ্ছে বেইজিং। ফলে তাইওয়ান দখলের উদ্দেশ্যও থাকতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তাইওয়ানের কাছে তিনটি অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা বিক্রির পরিকল্পনার কথা সোমবার মার্কিন কংগ্রেসকে জানিয়েছে হোয়াইট হাউস।