সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে : তারেক

| মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:০৯ পূর্বাহ্ণ

সামপ্রতিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে সেনাবাহিনীকে ‘বিতর্কিত এবং জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার ষড়যন্ত্র’ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমরা দেখেছি অতীতের স্বৈরাচার দেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, আমরা কথা প্রসঙ্গে বলে থাকি, বুঝে থাকি যে, সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক; সেই সেনাবাহিনীকে আমরা দেখতে পাচ্ছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’ খবর বিডিনিউজের।

গতকাল সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি এক ইফতার মাহফিলে যুক্ত হয়ে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘কদিন আগে আমরা যেমন দেখেছি, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করার চেষ্টা হচ্ছে। ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এতটুকু বুঝি, নিশ্চয় কিছু না কিছু ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে, দেশপ্রেমিক প্রতিটি মানুষ যদি আমরা সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হব।’

তারেক রহমান বলেন, ‘আমি সহজেই বুঝতে পারছি একটি মহল, তারা তাদের ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা একসাথে যদি কাজ করি, অবশ্যই এই ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম হব। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’

পূর্ববর্তী নিবন্ধসহায়তা কমলে রোহিঙ্গাদের পরিস্থিতি খুব শোচনীয় হবে : জাতিসংঘ
পরবর্তী নিবন্ধদেড় ইঞ্চি দৈর্ঘ্যের পবিত্র কুরআন শরীফ