সেদিন গাইবো গান

রেজাউল করিম | রবিবার , ১৬ জুন, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

দিন যায় রাত যায়

কতো দুঃখ বেদনা মান অপমান

সয়ে সয়ে আছি বেঁচে আজও

যে জীবন দুঃখকষ্টের

সে জীবন হোক সমান্তরে সংগ্রামের

এসো সংগ্রামে লড়ি

অন্যায় অসত্য গুটাক বেশরম লেজ

সে পথে উড়ে আসবে একদিন

সুখ শান্তি মুক্তির পারাবত

সেদিন গাইবো মন ভরে

মুগ্ধ সুরে আমার আজন্ম

সংগ্রাম, সুখ ও মুক্তির ভাটিয়ালি গান।

পূর্ববর্তী নিবন্ধকোরবানির ঈদ
পরবর্তী নিবন্ধকোরবানির কাজেও নারী-পুরুষ সমসহায়ক থাকুক