সেদিনগুলো

পুষ্পিতা সেন | শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

সে দিনগুলো বড়ই ছিল মুখর

তুলতো সময় মত্ত গানের সুর

নাচতো নূপুর উচ্ছ্বাসে দিনভর।

 

সেই যে মাতাল চা বাগানি ঘ্রাণ

মুগ্ধ দেখা স্নিগ্ধ সমারোহ

দুলতো বাতাস, শান্ত হতো প্রাণ।

 

ভাবনাগুলো মেলতো দুটো ডানা

ছুট্টে যেতো সাগর নদী বন

যা মানা তায়, দিতো এ মন হানা।

 

সেদিনগুলোয় হাসতো যেমন মুখ

চোখের জলও থাকতো অভিমানে

কান্না হাসির ভাঁজে কোমল সুখ।

 

আমার সেদিন রোমন্থনে আজ

স্মৃতির শোকে আনছে চোখে জল

টিমটিমে আজ এই জীবনের সাঁঝ।

 

এখন প্রহর দিচ্ছে জানান, শেষ;

স্মৃতির বাতাস মর্মরে সুর বোনে

বন্ধ খাতায় পত্রঝরা বেশ।

পূর্ববর্তী নিবন্ধ১৪ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধভালোবাসা কী -আদৌ কি আমরা তা জানি!