‘সেট টপ বক্স’ ছাড়া দেখা যাবে না স্যাটেলাইট চ্যানেল

ঢাকা-চট্টগ্রামে ডেডলাইন ৩০ নভেম্বর

| বৃহস্পতিবার , ৪ নভেম্বর, ২০২১ at ৮:২৯ অপরাহ্ণ

ডিজিটাল ‘সেট টপ বক্স’ স্থাপন করা না হলে আগামী ৩০ নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না।

আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নেটওয়ার্ক ডিজিটাল করা নিয়ে এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা অব্যাহত রাখতে ঢাকা ও চট্টগ্রাম শহরে ডিশ ক্যাবল গ্রাহকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ক্যাবল/ফিড অপারেটরের সহযোগিতায় ডিজিটাল সেট টপ বক্স স্থাপন করতে বলা হয়। বিডিনিউজ

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, “বিষয়টি বাস্তবায়ন না করলে ৩০ নভেম্বরের পর ঢাকা ও চট্টগ্রাম শহরে স্যাটেলাইট টিভি চ্যানেল দেখা যাবে না।”

গত ৩১ অক্টোবর তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এক অনুষ্ঠানে জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম শহরে গ্রাহকরা ঘরে ‘সেট টপ বক্স’ না বসালে ক্যাবল সংযোগের মাধ্যমে টেলিভিশন দেখার ক্ষেত্রে সমস্যায় পড়বেন।

৩১ ডিসেম্বরের মধ্যে সব বিভাগীয় ও মেট্রোপলিটন শহরের সঙ্গে পুরোনো ১১টি জেলা শহরের ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল করা হবে বলেও জানিয়েছিলেন তথ্যমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধনারীর ক্ষমতায়নের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন সম্ভব
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ২০ মনোনয়নপত্র বাতিল