টেস্ট ক্রিকেটে লম্বা সময় ব্যাট করার সুযোগটা খুব কমই পায় বাংলাদেশের ব্যাটসম্যানরা। তবে যখনই সুযোগ পান তখন সেটাকে বেশ ভাল ভাবেই কাজে লাগান টাইগার ব্যাটসম্যানরা। যেমন ২০১৮ সালে চট্টগ্রামে এই শ্রীলংকার বিপক্ষে মোমিনুল হক ও মুশফিকুর রহিম গড়েছিলেন তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। এরপর অপেক্ষা তিন বছরের। গতকাল সেই শ্রীলংকার বিপক্ষেই ভাঙল রেকর্ড গড়া ওই জুটি। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টাইগার অধিনায়ক মোমিনুল হককে সঙ্গে নিয়ে তরুণ নাজমুল হোসেন শান্ত গড়লেন তৃতীয় উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। শ্রীলংকা সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ১৫২ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে টাইগারদের। দ্বিতীয় দিনে তরুণ নাজমুল হোসেন শান্তর সঙ্গে মোমিনুল গড়েন রেকর্ড গড়া জুটি।
প্রথম দিনে শান্ত ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নিয়েছিলেন। আর মোমিনুল অপরাজিত ছিলেণ ৬৪ রানে। এই জুটি প্রথম দিন শেষ করে ঠিক ১৫০ রানে। প্রথম দিনের মতো পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেও টাইগারদের দাপট দেখল সিংহের রাজ্য। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ওই ২ উইকেটেই সংগ্রহ করে ৩৭৮ রান। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগেই অবশ্য নিজের ১১তম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মোমিনুল। টেস্ট ক্যারিয়ারে এর আগে যে ১০টি সেঞ্চুরি মোমিনুল হক করেছেন এর সবক’টিই দেশের মাটিতে। তন্মধ্যে সাতটি নিজ বিভাগীয় শহর চট্টগ্রামে ও তিনটি ঢাকায়। অবশেষে লংকায় গিয়ে সেই খরা কাটালেন মোমিনুল। নিজের ১১তম টেস্ট সেঞ্চুরি ও বিদেশের মাটিতে প্রথম শথকটা তুলে নিলেন। এরপরেই শান্ত ছুঁয়ে ফেললেন দেড়শ রানের মাইলফলক। তবে তখনও থামার কোনো নাম নেই এই দুই টাইগার ব্যাটসম্যানের। তখন লক্ষ্য রেকর্ডের দিকে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ২২৬ রানের তোলে এই জুটি। আর বিরতির পর ফিরে ইনিংসের ১২২তম ওভারে রেকর্ড স্পর্শ করে এই জুটি। হাসারাঙ্গার করা ১২২তম ওভারের তৃতীয় বলে শান্ত স্কয়ার লেগের দিকে বল ঠেলে দিয়ে ৫০৪ বলে ২৩৬ রানের রেকর্ড গড়া জুটি স্পর্শ করেন। আর পরের ওভারে লাকমালের করা প্রথম বলে আরও একটি সিঙ্গেল নিয়ে ২৩৭ রানের রেকর্ড জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত ও মোমিনুল হক। যা শেষ পর্যন্ত ভাঙ্গে ২৪১ রানে গিয়ে। সব উইকেটের জুটির হিসেবে এটি এখন পর্যন্ত বাংলাদেশের ৫ম সর্বোচ্চ রানের জুটি। ২০১৭ সালে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ৫ম উইকেটে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম গড়েছিলেন দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ রানের জুটি। সাকিব-মুশি ৫ম উইকেটে ৩৫৯ রানের জুটি গড়েছিলেন। এরপর দ্বিতীয় স্থানে আছে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ৩১২ রানের জুটি। ২০১৩ সালে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের ৫ম উইকেটে ২৬৭ রানের জুটিটা আছে তিন নম্বরে। মুমিনুল হক ও মুশফিকুর রহিমের ৪র্থ উইকেটে ঢাকাতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৬৬ রানের জুটি আছে চার নম্বরে। আর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের তৃতীয় উইকেটে গড়া এই জুটি এখন টাইগারদের পঞ্চম সর্বোচ্চ রানের জুটি।