চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। তাই কৃষি নির্ভর বাংলাদেশে কৃষির উন্নয়নের বিকল্প নেই। করোনা যেখানে সারা বিশ্বকে গ্রাস করেছে, কৃষি নির্ভর বাংলাদেশ সেখানে মজবুত অর্থনীতি নিয়ে দাঁড়িয়ে আছে। এ সফলতার পেছনে এদেশের কৃষকই হচ্ছে নায়ক। কৃষকরা অর্থনীতির প্রাণ। এসময় কৃষকরা বিদ্যুতের ট্রান্সফরমার নিয়ে সমস্যা, সেচের অতিরিক্ত দাম নিয়ে কথা বললে সাংসদ বলেন, প্রতি কানি জমিতে আমার পক্ষ থেকে সেচ বাবদ পাঁচশ টাকা প্রণোদনা থাকবে। এছাড়া বিদ্যুতের যাবতীয় সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।
তিনি গতকাল রোববার দুপুরে উপজেলার বিআরডিবি অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বোয়ালখালী আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার আতিক উল্লাহর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, এসি ল্যান্ড মো. মোজাম্মেল হক চৌধুরী, অফিসার ইনচার্জ মো. আবদুল করিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা আ. লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।