সেচ প্রকল্পের ড্রেনে ডুবে শিশুর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি | শনিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে সেচ প্রকল্পের ড্রেনের পানিতে ডুবে আব্দুর রহমান আসাদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি মারা যায়। শিশু আসাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব কাকারা পাহাড়তলী গ্রামের প্রবাসী মো. আবদুস শুক্কুর মুছার প্রথম পুত্র।
শিশু আসাদের চাচা আলী আকবর সওদাগর জানান, তাদের ভিটেবাড়ির ভেতর দিয়ে সেচ প্রকল্পের ড্রেন নির্মাণ করে প্রকল্প মালিকেরা। সেই ড্রেনের পানিতে ডুবে আসাদ মারা গেছে। এর আগে শিশুটি বাড়ির সামনে সমবয়সীদের সঙ্গে খেলছিল। এক পর্যায়ে শিশুটি ড্রেনের পানিতে ডুবে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তিনি আরো জানান, প্রায় দুইবছর আগেও তার প্রবাসী বড়ভাই সুলতানের দ্বিতীয় সন্তান আবদুল্লাহও একইভাবে ড্রেনের পানিতে ডুবে মারা যায়।
কাকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাবউদ্দিন সেচ প্রকল্পের ড্রেনের পানিতে ডুবে তিন বছরের শিশু আসাদ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধদুর্নীতি উদঘাটন করেছে, এটাই শরীফের অপরাধ : ফখরুল
পরবর্তী নিবন্ধপর্যটক জাহাজে অতিরিক্ত যাত্রী