সেগুনবাগান তা’লীমুল কুরআন কমপ্লেক্সের উদ্যোগে জুলাই আন্দোলনে শহিদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং ফিলিস্তিনের ওপর ইসরাইলী বর্বরতা বন্ধে মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়বের সভাপতিত্বে মাদরাসা অডিটোরিয়ামে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। প্রধান মেহমান ছিলেন মারুফুল হক চৌধুরী। প্রধান অতিথি ব বলেন, একতাই শক্তি, একতাই বল। জুলাই আন্দোলনে শহীদ ও আহত জনতা এবং উলামায়ে কেরামের আত্মত্যাগ কখনো ভুলবে না। তিনি আরো বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনে যেভাবে স্বৈরশাসকের শোচনীয় পতন হয়েছে আগামীতেও আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো যাতে আর নতুন কোনো স্বৈরশাসক তৈরি হতে না পারে। শেষে হাফেজ মুহাম্মদ তৈয়ব মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।







