চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ বলেন, স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের সংগঠক বীর মুক্তিযোদ্ধা সেকান্দার হায়াত খান ও প্রকাশ ঠাকুরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কারণ সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধে তাদের অবদান স্মরণীয়। তাদের স্মরণে ৩১ মার্চ পর্যন্ত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কালুরঘাট পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি একটি সুন্দর পদক্ষেপ। গতকাল শনিবার বিকাল ৩টায় চান্দগাঁও বাহির সিগন্যালে মুক্তিযোদ্ধার স্মরণ অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। আইনজীবী সরজু ভট্টাচার্যের সভাপতিত্বে ও অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মোহরা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, যুবলীগ নেতা নঈম উদ্দীন খান, ডা. মো. জামাল উদ্দিন, লায়ন সুজিত দাশ অপু, আবুল হাশেম, মোজাম্মেল হক মানিক, মনির হোসেন, ইকবাল হোসেন, দিদারুল আলম, আবুল হাশেম, রাজেশ মহাজন, মো. আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা সেকান্দার হায়াত খান ও প্রকাশ ঠাকুর স্মরণে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।