সেকান্দর হোসেন মিয়ার ৩২তম মৃত্যুবার্ষিকী আজ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাবেক প্রশাসক, সংসদ সদস্য, শিল্পপতি ও সমাজসেবী সেকান্দর হোসেন মিয়ার ৩২তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ পশ্চিম মাদারবাড়ী জাহানারা-ইব্রাহিম ফাউন্ডেশনস্থ পারিবারিক কবরস্থানে বাদ আছর মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্নীয়স্বজন, বন্ধু-বান্ধব, গুণগ্রাহীসহ সকলকে তাঁর আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, মরহুম সেকান্দর হোসেন মিয়া চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান, চট্টগ্রামস্থ কোরিয়া প্রজাতন্ত্রের অনারারী কনসাল জেনারেল, বাংলাদেশ শিল্প ব্যাংক ও ইব্রাহিম গ্রুপের ডিরেক্টর, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইউএসটিসি), চট্টগ্রাম পাবলিক স্কুল ও কলেজ (বর্তমান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ) এবং ভাটিয়ারী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ১১ লাখ টাকার বালি জব্দ নিলামে বিক্রি
পরবর্তী নিবন্ধমিয়ানমারে গ্রামে গ্রামে হত্যাযজ্ঞ