সেকান্দর সওদাগর

| শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:১৯ পূর্বাহ্ণ

আন্‌জুমানে মুহিব্বানে রাসুল (দ.) গাউছিয়া জিলানী কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ সেকান্দর সওদাগর ১৬ জুন সকাল ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। ঐদিন বাদে মাগরিব খন্দকিয়া মরহুমের নিজ বাড়িস্থ বায়তুস সালাত জামে মসজিদ প্রাঙ্গণে দরবারে হাশেমীয়া আলীয়া শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুফতি কাযী মুহাম্মদ আবুল এরফান হাশেমীর ইমামতিতে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয়। সেকান্দর সওদাগরের ইন্তেকালে দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ, আন্‌জুমানে মুহিব্বানে রাসুল (দ.) গাউছিয়া জিলানী কমিটি বাংলাদেশ ও গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশের পক্ষ থেকে এক যুক্ত বিবৃতিতে গভীর শোক এবং মরহুমের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক আবু তাহের
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক কর্মশালা