সেই ‘হ্যান্ড অফ গড’ গোল

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২০ at ৬:৫৬ পূর্বাহ্ণ

ইংল্যান্ডের সঙ্গে ম্যারাডোনার সেই ‘হ্যান্ড অফ গড’ গোল চিহ্নিত হয়ে রয়েছে ক্রীড়া দুনিয়ার অন্যতম বিতর্কিত ঘটনা হিসেবে। এমনিতেই ম্যাচের আগে ফকল্যান্ড যুদ্ধ ঘিরে ইংল্যান্ড ও আর্জেন্টিনার সম্পর্ক উত্তপ্ত হয়ে ছিল। তার উপরে ম্যারাডোনার বিতর্কিত গোল কাটা ঘায়ের উপর নুনের ছিটে দিয়ে যায়। ম্যাচের ৫১ মিনিটের মাথায় ইংল্যান্ডের গোলকিপার পিটার শিলটনের মাথার উপরে লাফিয়ে মুষ্টিবদ্ধ হাতের ব্যবহারে গোল করেন ম্যারাডোনা। ম্যাচের পরে তার সেই বিখ্যাত উক্তি, ‘কিছুটা মারাদোনার মাথা আর কিছুটা ঈশ্বরের হাত মিশিয়ে গোলটা হয়েছিল।’ তার পরেই নামকরণ হয়ে যায় ‘হ্যান্ড অব গড গোল’। কিন্তু তিনি যে দিয়েগো ম্যারাডোনা। চার মিনিট পরেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ‘বিস্ময় গোল’ উপহার দিলেন তিনি। নিজেদের অর্ধে বল ধরে স্বপ্নের দৌড়ে একের পর এক ইংরেজ ফুটবলারকে ধরাশায়ী করে শিলটনকে হারিয়ে গোল করেন তিনি। সেই সময়ে ধারাভাষ্যকার বলে ওঠেন, ‘নিজেদের চোখে অলৌকিক দেখলাম আমরা। এমন অবিশ্বাস্য গোলও হয়, কে ভাবতে পেরেছিল!’ ইংল্যান্ডকে অমন বিতর্কিত পারফরম্যান্সে হারানোর পরেও থেমে থাকেননি। বলেছিলেন, ‘শুধু ম্যাচ জিতেছি, তা-ই নয়। ইংরেজদের পর্যুদস্ত করার উৎসব ছিল আমাদের।’ ম্যারাদোনার ‘হ্যান্ড অব গড’ গোলের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন পিটার শিলটন। আর্জেন্টাইন এই তারকাকে এর জন্য কখনও ক্ষমা করবেন না বলে অনেকবারই ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ডের সাবেক এই গোলরক্ষক। প্রতারণার জন্য ক্ষমা না চাওয়ায়, এখনও আর্জেন্টাইন কিংবদন্তির স্পোর্টসম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
পরবর্তী নিবন্ধআমার শরীরটা খুব খারাপ লাগছে