সেই সড়কে আবার দুর্ঘটনা

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ১৮ নভেম্বর, ২০২৩ at ৫:৩৭ পূর্বাহ্ণ

একের পর এক দুর্ঘটনা। সড়কটা যেন দুর্ঘটনার সড়ক হয়ে উঠেছে। গতকাল আবারও দুর্ঘটনা ঘটল। হাটহাজারীনাজিরহাট মহাসড়কের মনিয়া পুকুর পাড় এলাকায় গতকাল সকাল ১১টায় বাস ও টেক্সির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কেউ আহত না হলেও টেক্সিটি দুমড়ে মুচড়ে যায়। বাসের সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা যায়, গতকাল শুক্রবার সকালে ফটিকছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা চাকা এসি বাসটি মনিয়া পুকুর পাড় এলাকায় পৌঁছলে নাজিরহাটগামী টেক্সির সাথে সংঘর্ষ হয়। এতে টেক্সি দুমড়ে মুচড়ে যায়। বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নাজিরহাট, খাগড়াছড়ি বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাজাহান। তিনি বলেন, মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধমা ও ভাইকে কোপাল এক ব্যক্তি
পরবর্তী নিবন্ধঅন্ধকারে মীরসরাই, মোমবাতিও নেই