সেই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৬ পূর্বাহ্ণ

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক নারী শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে একই বিভাগের এক অধ্যাপকের স্থায়ী বহিষ্কারের দাবিতে আবারও আন্দোলন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই আন্দোলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলন ও প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের হাতে ওই শিক্ষকের বিরুদ্ধে প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে আন্দোলন করতে দেখা যায়। সমাবেশে ২০১৭১৮ সেশনের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, আমাদের দাবি হলো ওই শিক্ষককে স্থায়ী বহিষ্কার করা। আমরা আমাদের বিভাগে এমন শিক্ষককে শিক্ষার্থীরা পুনরায় দেখতে চায় না। উনার বিরুদ্ধে আগ থেকে এমন অপকর্মের অভিযোগ আছে। উনাকে কঠোর শাস্তির আওতায় এনে বিশ্ববিদ্যালয়ে নজির স্থাপন করতে হবে যাতে পুনরায় এমন জঘন্য ঘটনা না ঘটে। ২০১৮১৯ সেশন শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত আসেনি। আমাদের দাবি মত স্থায়ী বহিষ্কার না হলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে থাকবো। আমরা চাই এমন শিক্ষক যেন ভার্সিটির বারান্দায় আর পা রাখতে না পারে। ২০১৮১৯ সেশনের শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, এমন শিক্ষক থেকে আমরা কি শিক্ষা নিতে পারবো যারা নিজেদের সন্তানের মত শিক্ষার্থীদের সাথে এমন নিন্দনীয় কাজ করে। আমরা প্রশাসনের কাছে একটাই দাবি জানাই প্রশাসন যেন তাকে স্থায়ী বহিষ্কার করে। যতক্ষণ প্রশাসন থেকে স্থানীয় বহিষ্কার না আসে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাবো।

পূর্ববর্তী নিবন্ধকারাগারে মৃত্যুবরণকারী বিএনপি নেতার পরিবারের পাশে শাহাদাত
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি তরিকতের পাশাপাশি মানবতার জন্য কাজ করে যাবে