সেই রোহিঙ্গাকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ আদালতের

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১১:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আদালত ভবন থেকে পালানোর ঘটনায় করা মামলায় রোহিঙ্গা যুবক আবুল কালামকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে ৫ দিনের রিমান্ড চেয়ে করা আবেদন নাকচ করা হয়। আদালতের প্রসিকিউশন সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছে।
গত রোববার রাতে টেকনাফের লেদা ক্যাম্প থেকে তাকে ফের গ্রেপ্তার করা হয়। এর আগে দুপুর আড়াইটায় নতুন আদালত ভবন থেকে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় পালিয়ে যান আবুল কালাম।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমস বন্ড কমিশনারের সাথে বিজিএপিএমইএর মতবিনিময়
পরবর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ ওয়েস্টের চিকিৎসা ক্যাম্প